বাংলাদেশ আনসারের আধিপত্যের মধ্যে দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। তৃতীয় ও শেষ দিনে পাঁচটি স্বর্ণ পদকের চারটি জিতে নিয়েছে আনসার।
মোট ১৫টি স্বর্ণ পদকের মধ্যে দশটি জিতে চ্যাম্পিয়ন আনসার। তিনটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জসহ তাদের মোট পদক সংখ্যা ১৩টি।
দুইটি করে স্বর্ণ পদক জিতে যুগ্মভাবে রানার্স আপ হয়েছে নিউ গোল্ড জিম হেল্থ এন্ড ফিটনেস সেন্টার ও গোল্ডেন জিম।
একটি স্বর্ণ, দুইটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জসহ পাঁচটি পদক জিতে তৃতীয় হয়েছে গ্যালাক্সি জিম।
দুইটি করে রৌপ্য পদক জিতেছে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা, শাকিল বডি বিল্ডিং ক্লাব ও বাংলাদেশ সেনাবাহিনী। একটি করে রৌপ্য পদক জয় করেছে রুশলান স্টুডিও, চট্টগ্রাম মেট্রোফ্লোক্স জিম, কুমিলা রাস ফিটনেস ও ফিটনেস টাইম জিম।
এছাড়া দুইটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ বডিবিল্ডিং এন্ড ফিটনেস। একটি করে ব্রোঞ্জ পদক পেয়েছে দ্যা ওয়ারিয়র্স ক্লাব ঢাকা, সাউথ পয়েন্ট ফিটনেস জোন বরিশাল, এক্সট্রিম ফিটনেস, শাহ্ মাসল চার্জার্স ও ঢাকা জিম তেজকুনি পাড়া।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৮৫+ কেজি দৈহিক ওজন শ্রেণী দিয়ে শুরু হয় বডি বিল্ডিং ইভেন্টের শেষ দিনের পদক লড়াই।
মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৮৫+ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সুমন চন্দ্র দাস। রৌপ্য জয় করেছেন ফিটনেস টাইম জিমের হারুন অর রশিদ জেনি। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা জিমের রেজাউল ইসলাম।
ওমেন’স ইভেন্ট ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। রৌপ্য পেয়েছেন রুশলান স্টূডিও মিম আকতার। ব্রোঞ্জ জিতেছেন দ্য ওয়ারিয়র্স ক্লাব ঢাকার তানজিম আকতার তিথি।
মেন’স সিনিয়র বডিবিল্ডিং ৮০ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন ডেমরা গ্যালাক্সি জিমের মো. আল আমিন শরীফ।
রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসারের মো. রিয়াজ উদ্দিন। ব্রোঞ্জ পেয়েছেন এক্সট্রিম ফিটনেসের মো. দেলোয়ার।
মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৮৫ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. নাজমুস সাকিব ভূঁইয়া। রৌপ্য জয় করেছেন রাশ ফিটনেস কুমিল্লার মো. মিজবাহ হাসান। ব্রোঞ্জ পেয়েছেন শাহ্ মাসল চার্জার্সের মো. ইমরানুল হক।
মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৭৫ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. আনোয়ার হোসেন। রৌপ্য জিতেছেন মেট্রোফ্লোক জিম চট্টগ্রামের মো. সাইফুল ইসলাম তালুকদার।
ব্রোঞ্জ পেয়েছেন সাউথ পয়েন্ট জোন বরিশালের মো. জোবায়ের হোসেন।
এ নিয়ে তিন দিনে বডিবিল্ডিং ইভেন্টে ১৫টি ক্যাটাগরিতে ৪৫টি পদকের নিষ্পত্তি হলো। একইসঙ্গে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে শরীর গঠন ইভেন্টের পদক লড়াই শেষ হলো।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম। এ সময় ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইমসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে বডি বিল্ডিং ইভেন্টের উদ্বোধন করা হয়।