শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :

বরিশালে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৪৩ পাঠক পড়েছে

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় করোনা আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে আরও ৬ জন মারা গেছেন।

বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৮৬ জন আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও বরিশাল জেলায় একজন, পটুয়াখালীতে একজন ও পিরোজপুরে চারজনসহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ৮৮৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৭ হাজার ৮৭৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ২০ জন নিয়ে মোট ২৪৮৫ জন, ভোলা জেলায় নতুন আটজনসহ মোট ২০৬০ জন, পিরোজপুর জেলায় নতুন ৮০ জন নিয়ে মোট ২২৭৫ জন, বরগুনা জেলায় নতুন ২৯ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৪২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪৬ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৭ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৩৩ জনের মধ্যে ৩৭ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৭ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ছয়জন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৪৮ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ এবং ১২৪ জন আইসোলেশনে রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে গত ১০ দিনের বেশি সময় ধরে করোনা সংক্রমণের পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580