 
																
								
                                    
									
                                 
							
							 
                    গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে নয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে বিভাগে নতুন করে ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পাঁচজনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
একই সময়ে বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৯২ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে মোট ৪৫৩ জন সুস্থ হয়েছেন। যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৮২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে-বরিশাল জেলায় ২২১ জন, পটুয়াখালীতে ৬৮ জন, ভোলায় ১০০ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ৪১ জন ও ঝালকাঠিতে ১৬ জন।