গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ সময়ের মধ্যে শনাক্তের তিনগুন ৯৯১ জন সুস্থতা লাভ করেছেন।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনসহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
একই সময় নতুন করে ৩২২ জন করোনায় আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯১৯ জনে। আর এ সময়ের মধ্যে ৯৯১ জন সুস্থ হওয়ার মধ্যদিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন।
তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে বরিশাল জেলায় ১৪৬ জন, পটুয়াখালীতে ৪৩ জন, ভোলায় ৭২ জন, পিরোজপুরে ২২ জন, বরগুনায় ১৮ জন ও ঝালকাঠিতে ২১ জন।