গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ের মধ্যে শনাক্তের চারগুণের বেশি এক হাজার ৫০ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনসহ বিভাগের অন্যান্য হাসপাতালে করোনায় আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে।
একই সময় করোনায় আক্রান্ত হওয়া ২৪১ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ১৬০ জনে। আর নতুন করে এক হাজার ৫০ জন সুস্থ্যতা লাভের মধ্যদিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৮৩ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৯৯ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ৬৬ জন, পিরোজপুরে ২৩ জন, বরগুনায় ১৬ জন ও ঝালকাঠিতে পাঁচজন।