শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশিদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২২৬ পাঠক পড়েছে
A man and a woman walk in a street of Ventimiglia on August 05, 2020. (Photo by Valery HACHE / AFP)

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি এপ্রিলে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি বাড়ানো হয়েছে। ২১ জুন নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নতুন ঘোষণায় যুক্তরাজ্যের যাত্রীদের জন্য আলাদা কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দেয়া হয়েছে।

একই ঘোষণায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং কানাডার যাত্রীদের নিষেধাজ্ঞা তুলে দেয়া হচ্ছে।

আগামী সোমবার থেকে নতুন ঘোষণা কার্যকর করা হবে।

রয়টার্স লিখেছে, ইতালি ফ্রান্সের কৌশলের দিকে যাচ্ছে। দেশটি বিভিন্ন দেশের ওপর বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।

করোনার ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সামনের সোমবার সেটি শেষ হওয়ার কথা ছিল।

গত ২৯ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’

গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়ও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ইতালিতে ৪২ লাখের বেশি মানুষ নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার। সেরে উঠেছেন ৪০ লাখ মানুষ।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580