আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থা অনেক ভালো। এখান থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরামের সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা ইউরোপ-আমেরিকার মতো সমাজ ব্যবস্থা চাই না, যে সমাজে বাবা-মা পরিবারের সঙ্গে সম্পর্ক থাকে না, ঘরে বৃদ্ধা বাবা-মা মারা গেলেও পার্শ্ববর্তী ঘর থেকে ফোন দিলে ছেলে-মেয়েরা দেখতেও আসে না। সেই তুলনায় বাংলাদেশের সমাজ ব্যবস্থা অনেক ভালো।
দেশে ধূমপায়ীদের পরিমাণ কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর আগের মতো প্রকাশ্যে ধূমপান হয় না। কেউ প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা করারও আইন আছে।
ধূমপানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির বিষয় ও মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ধূমপানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ আসক্ত হয়ে পড়ছে। অনেক বাবা-মা এখন সন্তানদের প্রতি নজর না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে থাকে। এতে করে ছেলে-মেয়েরা পরিবার থেকে দূরে সরে যায়। সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য তাদের প্রতি খেয়াল রাখা জরুরি এবং তাদের সময় দিতে হবে।