শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ-ভিয়েতনামের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে : পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮০ পাঠক পড়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন শিল্প ও এভিয়েশন খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভিয়েতনামের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি জনগণের মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইনের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজ চলমান রয়েছে। পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

পদ্মাসেতু, মেট্রোরেল, কক্সবাজারে ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ চলমান নানা ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে অবস্থিত বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ চলছে। এর ফলে ভিয়েতনাম থেকে আসা পর্যটকদের পাশাপাশি বিশ্বের যেকোনো দেশ থেকে পর্যটকরা সরাসরি কক্সবাজার আসতে পারবেন।

এ সময় ভিয়েতনামের মুক্তির সংগ্রামে দেশটির জনগণের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম; দুটি দেশই মুক্তির জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এই দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580