বান্দরবানে সাড়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার চাকঢালা এলাকার মো. সৈয়দ উল্লাহ (৫০), ছৈয়দ আলম (৪০) ও মো. আবুল কাশেম (৩৫) এবং পাশের কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইব্রাহিম খলিল (৩২) ও কুতুপালং ক্যাম্পের ছাবের আহাম্মদ (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী এলাকায় অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর ৪৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। পাঁচজনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।