ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ডে মতলব এক্সপ্রেস পরিবহনের একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। আহতদের মধ্যে ১৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের মৃত সোনা মিয়া মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও একই উপজেলার বনুয়াকান্দি গ্রামের সাইফুলের ছেলে সাফিন (৫)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মতলবের বাবুরহাটগামী মতলব এক্সপ্রেসের একটি বাস সন্ধ্যায় গৌরিপুর বাসস্ট্যান্ডের নিকটে যাত্রী নামানোর জন্য থামালে হঠাৎ করে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নামার চেষ্টা করে। তারমধ্যে ভেতরে এক শিশুসহ দুজন যাত্রী আটকে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যায়। পরে দাউদকান্দির থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে যাত্রীদের উদ্ধারে করে এবং গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুজনের লাশ বাসের ভিতরে থেকে বের করা হয়।
রাত ৮টার দিকে হাইওয়ে পুলিশ, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।