গাইবান্ধার গোবিন্দগঞ্জে নূর আলম মন্ডল (৩৬) নামে এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত নূর আলম মন্ডল উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামের শামীম মন্ডলের ছেলে। তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢোকেন অভিযুক্ত শিক্ষক নূর আলম মন্ডল। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে নূর আলম পালিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ নভেম্বর) সকালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।