স্টাফ রিপোর্টার : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন যুগ্ম মহাসচিব আবদুল মজিদ। গত ২৮ জানুয়ারি, ২০২১ তারিখ বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পদে যোগ দিতে ২৭ জানুয়ারি, ২০২১ইং তারিখে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে ২৬ জানুয়ারি, ২০২১ইং তারিখে শাবান মাহমুদ বিষয়টি বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালকে লিখিতভাবে অবহিত করেছেন। আজ ২৮ জানুয়ারি, ২০২১ইং বৃহস্পিতিবার এক অফিস নোটিশে ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন মোল্লা জালাল। আগামীকাল ২৯ জানুয়ারি ২০২১ইং শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা আবদুল মজিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক ছিলেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সাংবাদদাতা সমিতি’-ডিক্যাব’ এর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।