কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘যতই হুমকি দেওয়া হোক না কেন, দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। বিদেশিদের হুমকি আর নিষেধাজ্ঞায় কোনো কাজ হবে না।’
ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কনফারেন্স কক্ষে দেশে প্রথম বার লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন নিয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশ বর্তমান নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। জানমালের নিরাপত্তার দায়িত্ব আইনশৃখলা বাহিনীর। তারা যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। তারা দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে এবং উন্নয়নের যে গতিধারা শুরু হয়েছে তা আরও তরান্বিত করবে, বেগবান করব, অব্যাহত রাখবে। যারাই হুমকি দিক না কেন, তত্ত্বাবধায়ক সরকার এ দেশে হবে না। দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। বিদেশি নিষেধাজ্ঞা ও বিদেশি হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কেউ আমাদের পা টেনে ধরলেও আমাদের পেছাতে পারব না।’
সুচিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে দলটির দাবির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান। কে তিন বার প্রধানমন্ত্রী ছিলেন, পাঁচ বার প্রধানমন্ত্রী ছিলেন—এটি কোনো বিষয় নয়। আইন যদি তাকে বিদেশ যাওয়া অ্যালাও না করে, এ দেশের চিকিৎসা যদি পর্যাপ্ত হয়, তার জীবনের জন্য যদি হুমকি না হয়, তা হলে দেশ অচল করে দেবে—এটা বলে কোনো লাভ হবে না। সে ক্ষেত্রে দেশের আইনশৃখলা বাহিনী দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও জনগণই সে পরিস্থিতি মোকাবিলা করবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং বাংলাদশে ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. শাহজাহান কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।