মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

বিধিনিষেধ না মানায় রাজধানীতে গ্রেফতার ৫৬৮

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২০২ পাঠক পড়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সপ্তম দিনে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধ নিয়ম অমান্য করায় রাজধানীতে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪৩৮টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল বুধবার ২০৮ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা। গ্রেফতার করা হয়েছিল ৫৬২ জনকে।

এরআগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন লকডাউনের নিয়ম ভঙ্গ করায় ৪০৩ জনকে গ্রেফতার ও ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় দিনে ৩৮৩ জনকে গ্রেফতারসহ ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা ও ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

তৃতীয় দিনে রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার, ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা এবং ৫২১ টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

চতুর্থ দিনে ৫৬৬ জনকে গ্রেফতার ও ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করে ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীতে ৫৫৫ জনকে গ্রেফতার, ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা এবং ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580