একযোগে বাংলাদেশের ৮১টি মিশনে ৭ মার্চের ভাষণ প্রচার হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্বের মানুষের কাছে ঐতিহাসিক ভাষণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশের বাঙালি কমিউনিটিতেও ভাষণটি প্রচারের জন্য আহ্বান জানিয়েছি আমরা।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ৭ মার্চের ভাষণ শুধু বাংলা ভাষাভাষী নয়, বিশ্বের অন্যান্য শোষিত নিপিড়ীত মানুষের মুক্তির উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা। সব সময়ই এই অলিখিত ভাষণ মানুষকে অনুপ্রেরণা যোগাবে।