করোনাভাইরাস শুরুর প্রায় দুই বছর হতে চললেও এখনো শেষ হয়ে যায়নি এর হুমকি। বিশ্বের বিভিন্ন দেশে এখনো তাণ্ডব চালিয়ে যাচ্ছে মহামারী। শনাক্ত ও মৃত্যু বাড়িয়ে চলেছে নিত্যদিন। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৫০ লাখ।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৪৯ লাখ ৯৫ হাজার ৮৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর শতকরা হিসেবে এর হার মোট আক্রান্তের ২ শতাংশ। আর বিশ্বে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ২৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৯১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২২ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ১৫৯ জন।
মৃত্যুর ও আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত দ্বিতীয় এবং ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে।
যুক্তরাষ্ট্রে শনাক্ত ৪ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ জন। মৃত্যু ৭ লাখ ৬৩ হাজার ৭৮৪ জন। ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৫৩০ জন। মৃত্যু ৪ লাখ ৫৭ হাজার ২২১ জন। ব্রাজিলে শনাক্ত ২ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৪৩৬ জন। মারা গেছে ৬ লাখ ৭ হাজার ১২৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৫১৭ জন। মারা গেছে ৭ হাজার ৮২৫ জন।