বাগেরহাটের মোল্লাহাটে বেইলি সেতু (স্টিল ব্রিজ) ভেঙে বালু ভর্তি ট্রাক একপাশে কাত হয়ে পড়ে গেছে।
সোমবার ভোরে পুরাতন বাগেরহাট-মোল্লাহাট সড়কের মোল্লাহাট উপজেলার ঘোষগাঁতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, গোপালগঞ্জ থেকে বালুভর্তি একটি ট্রাক মোল্লাহাটের বড়ঘাট এলাকায় যাওয়ার পথে ঘোষগাঁতি বেইলি সেতুর উপর উঠলে তা ভেঙে একপাশে কাত হয়ে পড়ে। এতে চালক ও তার সহকারী অক্ষত রয়েছেন।
সেতুটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেতুটি মেরামতের জন্য বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদউদ্দিন বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু পরিবহন করার কারণে পুরোনো এই বেইলি সেতুটি ভেঙে গেছে। খবর জানার পর বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের একটি দল সেখানে পরিদর্শন করেছে। সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।