যশোর র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি ৪টি পিস্তল, ৩৮ রাউন্ড গুলি ও আটটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল মমিনের ছেলে আজিজুর (২৮) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (৩০)।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মুহাম্মাদ মোসতাক আহমদ জানান, ওই দিন রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র্যাবের একটি টিম। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে।
এসময় দুই যুবককে আটক করা হয়। সন্দেহজনকভাবে তাদের দেহ তল্লাশী করে পিস্তল, গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধার করা হয়। আসামিরা এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অস্ত্র বহন করছিল। অস্ত্র আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।