ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান তারা।
বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, শহরের হাসারেইজিনহো এলাকায় একটি বস্তিতে পুলিশি অভিযান চলার সময় এ ঘটনা ঘটে।
ওই বস্তিতে মাদক পাচারকারীরা শিশুদের নিয়োগ দিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়েছিল। যে দলটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল সেটি মাদকপাচার, ছিনতাই, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ব্রাজিলের সবচেয়ে সহিংস রাজ্য হচ্ছে রিও ডি জেনেরিও। রাজ্যের একটি বিশাল অঞ্চল অপরাধী চক্রের নিয়ন্ত্রণে। এ চক্রগুলোর সঙ্গে শক্তিশালী মাদক পাচারকারী গ্রুপগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।