ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক প্রাণহানি হয়েছে। করোনায় একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬১ জন।
এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছিলেন।
এখন পর্যন্ত ভারতে মোট করোনা পজিটিভ ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। তার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস ২০ লাখেরও বেশি।
ভারতে সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল-মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।
ভারতের করোনার হটস্পট মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬৮ হাজার ৬৩১ জন।