করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে করোনায় মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ভারতজুড়ে এক দিনে অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন রোগী।
আগের দিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৩ হাজার ৬৪৫ জন। এই সময়ে শনাক্ত হয় ৩ লাখ ৭৯ হাজার ২৭৩ জন রোগী।
করোনায় ভারতজুড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৮ হাজার ৩৩০ জনের। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জনে।
ভারতে এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী ৬৬ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৭১ জনের।
এরপর আক্রান্ত বেশি কেরালা ও কর্ণাটকে। আর মৃতের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি, তৃতীয় কর্ণাটক।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।