ভোলায় ইলিশ সম্পদের উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনের বিভিন্ন সুপারিশ নিয়ে অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ মিলানায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক, ভোলা মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এবং ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপ-প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান।
ভোলা জেলার ৭ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মৎস্যজীবী, আড়তদার, আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিনিধি এবং ইলিশ সম্পদের উন্নয়নের সাথে জড়িত আরো অনেকে কর্মশালায় উপস্থিত ছিলেন।