এসএসসিতে এবারও পাসের হারে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা, জিপিএ-৫ পাওয়ার দৌড়েও তারা এগিয়ে আছে।
চলতি বছর ৯৪ দশমিক ৫০ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ।
পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছে বড় ব্যবধানে।
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৭৬২ জন ছাত্র; আর ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন ছাত্রী।
সেই হিসেবে ২৩ হাজার ৮১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
গতবছর এ পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।
গত চার বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। গতবছর ছাত্রদের পাসের হার যেখানে ৮২ দশমিক ৯৫ শতাংশ ছিল; ছাত্রীদের মধ্যে পাস করেছিল ৮৪ দশমিক ৫০ শতাংশ।
আর গতবার জিপিএ ৫ পাওয়া এক লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থীর মধ্যে ৬৫ হাজার ৭৫৪ জন ছিল ছাত্র এবং ৭০ হাজার ১৪৪ জন ছাত্রী।
২০২১ সালের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন, পাস করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।
অন্যদিকে ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রীর মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন উত্তীর্ণ হয়েছে।
চলতি বছর ৯টি সাধারণ বোর্ডে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৯৫ শতাংশ ছাত্র ও ৯৬ দশমিক ৫৩ শতাংশ ছাত্রী পাস করেছে।
মানবিকে ৯২ দশমিক ০৯ শতাংশ ছাত্র ও ৯৪ দশমিক ১১ শতাংশ ছাত্রী এবং ব্যবসায় শিক্ষায় ৯২ দশমিক ৫০ শতাংশ ছাত্র ও ৯৪ দশমিক ৯৬ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে।