পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (৬১) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
বুধবার (১৭ মার্চ) দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্টের মৃক্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, দীর্ঘ এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট জন মাগুফুলির শারীরিক অবস্থা সম্পর্কে ধোঁয়াশার পর দেশটির টেলিভিশনে মৃত্যুর খবর জানালেন ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান। হৃদযন্ত্রের সমস্যার কারণে দেশটির দারুস সালাম শহরের হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত এক দশক ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মাগুফুলি।
গত ৬ মার্চ মাগুফুলি জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি হন। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে অসুস্থ বোধ করলে ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন।
২০১৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জন মাগুফুলি প্রথমবার ক্ষমতায় আসেন।