নির্ধারিত তারিখে মাসিক চুক্তির টাকা না দিয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের পিএম খালি রেঞ্জের খুরুশকুল বিট এলাকার পাহাড় থেকে মাটি কাটার অপরাধে গতকাল বিশেষ টহল দল মাটি ভর্তি (নওগাঁ-চ-১১-০০১৯) নাম্বার ডাম্পার টি জব্দ করে ফলাও করে প্রচার করে তারা বনজ সম্পদ রক্ষার্থে বিশেষ তৎপর বলে উর্দ্ধতন কর্তৃপক্ষের আইওয়াশ করে।
উল্লেখ্য এই বন বিভাগের প্রতিটি রেঞ্জ অফিসার মাসিক ৫/৬ লাখ টাকা করে ডিএফওকে সর্বরাহ করার প্রতিশ্রুতিতে পোস্টিং পেয়ে থাকেন। আর এ কারনেই রেঞ্জ অফিসার ও বিট অফিসারগন ডিএফও’র ডিমান্ড ফুলফিল করতে অনিচ্ছা সত্ত্বেও বনজ সম্পদ উজাড়ে বাধ্য হয়ে থাকেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বিট অফিসার জানিয়েছেন।