শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

মাহিমা ইন্টারন্যাশনালের অপপ্রচারের প্রতিবাদে আরাফাত ট্রেডিং

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২২০ পাঠক পড়েছে

দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে মালয়েশিয়ার মাহিমা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি থেকে গুড়ো দুধ আমদানি করার জন্য চুক্তি করেন বাংলাদেশী সুনামধন্য কোম্পানি ভাইয়া গ্রুপের আরাফাত ট্রেডিং। চুক্তি অনুযায়ি ১৫ টন ফুলক্রিম মিল্ক পাউডার গুঁড়ো দুধ আমদানি করার জন্য ইউসিবিএল ব্যাংকে নং ০৯৯৮২০০১১৯৮৪ তারিখ১৯/১১/২০২১ এলসি ও বিএল নং CLAPKGCGP2012028 Date: 28-12-2020 করে।

জানাযায়, উক্ত পণ্য চট্রগ্রাম বন্দরে আসার পর খালাসের জন্য সকল প্রক্রিয়া স¤পূর্ণ করার প্রাক্কালে বাংলাদেশি সুনামধন্য কোম্পানি ভাইয়া গ্রুপের নিজস্ব পরীক্ষাগারে দুধের নমুনা পরীক্ষা করে পণ্যের স্বাদ, গন্ধ ও গুণগত মানের উপাদান না থাকায় এবং চুক্তির চাহিদা মোতাবেক পণ্য সাপ্লাই না করায় উক্ত চালানটি গ্রহণ করতে ইচ্চুক নয় মর্মে ইউসিবিএল ব্যাংকে নং ০৯৯৮২০০১১৯৮৪ তারিখ১৯/১১/২০২১ এলসির পেমেন্ট স্টপ করার জন্য পত্র প্রেরণ করি। যা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর বাংলাদেশের পরিচালকেও লিখিত ভাবে অবগত করি।

এবং চাহিদা মোতাবেক পণ্য সাপ্লাই না করায় উক্ত বিএল বাতিল পূর্বক চালানটি সাপ্লাইয়্যার বরাবর ফেরত পাঠানোর জন্য চট্রগ্রাম কাস্টমস কমিশনার বরাবর আবেদন করেন আরাফাত ট্রেডিং। পক্ষান্তরে সময়মতো কন্টেইনার গ্রহণ এবং তা ফেরত না দেয়ায় আর্থিক ক্ষতির মিথ্যা অভিযোগ এনে বাংলাদেশী সুনামধণ্য কোম্পানি ভাইয়া গ্রুপের আরাফাত ট্রেডিং এর সুনাম ক্ষুন্নের হীনমানসিকতায় সংবাদ সম্মেলন করে মালয়েশিয়ার মাহিমা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ আজম বিন হাসবি অপপ্রচার করছেন বলে দাবি করে এই অপপ্রচারের কড়া

প্রতিবাদ জানিয়েছেন, আরাফাত ট্রেডিং এর মালিক মারুফ সাত্তার আলী। তিনি বলেন, মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘ ২৬/২৭ বছরের ব্যবসা চলমান। মাহিমা ইন্টারন্যাশনালের অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমাদেরকে চুক্তি মোতাবেক পণ্য সাপ্লাই না করায় এলসি ও বিএল বাতিল করেছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580