কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর। বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।
২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেফতার করে র্যাব-৩ এর সদস্যরা।