লালু ও মালা। দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়। নদীবিধৌত সেই এলাকাটি কৃষিপ্রধান। সবার দেখাশোনার জন্য আছেন জমিদারও।
সেই এলাকায় মাঝির কাজ করেন লালু আর জমিদারবাড়ির মেয়ে মালা। তাদের দেখা হয় মাঝে মাঝে।
লালু ও মালা চরিত্র দুটির মাঝে মাঝে দেখা হলেও এ চরিত্র দুটিতে অভিনয় করা শিল্পীদের দেখা হলো এবারই প্রথম। লালু চরিত্রে শাকিব খান এবং মালা চরিত্রে পূজা চেরি অভিনয় করছেন। যারা প্রথমবারের মতো অভিনয় করছেন একসঙ্গে।
গলুই নামের একটি সিনেমায় এক ফ্রেমে দেখা যাবে শাকিব-পূজাকে। জামালপুরে সিনেমার শুটিং চলছে। পূজা চেরি গলুই সিনেমার শুটিং শুরু করেন ২৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে।
অন্যদিকে শাকিব খানের শুটিং শুরু হয় জামালপুর থেকে ২৯ সেপ্টেম্বর।
সম্প্রতি একসঙ্গে অভিনয় শুরু করেছেন শাকিব-পূজা। শুটিং সেটের একটি ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে। যেখানে শাকিবকে দেখা যাচ্ছে লুঙ্গি-ফতুয়ায় আর পূজা আছেন সবুজ শাড়িতে। ছবিতে পূজার মুখে হাসি আর বিস্ময় প্রকাশ করছেন শাকিব খান।
সিনেমায় শাকিব খান ও পূজাকে জুটি হিসেবে উল্লেখ করা হচ্ছে। আসলেই কি তারা জুটি হয়ে কাজ করছেন, জানতে চাইলে পূজা বলেন, ‘সেটা সিনেমাতেই দেখবেন দর্শকরা।’
তবে যদি শাকিব-পূজা জুটি হয়ে থাকেন, তাহলে শাকিব ও পূজার বয়স ও সামঞ্জস্য নিয়ে প্রশ্ন থাকতে পারে। বিষয়টি নিয়ে অবশ্য চিন্তিত নন পূজা।
তিনি বলেন, ‘শাকিব খান তো আমার পরের সময়ের নায়িকার সঙ্গেও কাজ করবেন বলে মনে হয়। আসলে এগুলো বিষয় না, মূল বিষয়টা হলো দর্শকের ভালো লাগল কি না। দর্শক পছন্দ করলে সবই হতে পারে।’
নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে গলুই। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু এবং পরিচালনা করছেন এস এ হক অলিক।