মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুঘর্টনায় আহত হয়েছেন আরও ৭০ জন। খবর দ্যা গার্ডিয়ানের
স্থানীয় সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি আটকা পড়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় দুর্ঘটনার পরপরই জীবিতদের উদ্ধারে উদ্ধারকারীরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।
মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি আটকে রয়েছে।