রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ নবোদয় হাউজিং সি ব্লকের দুই নম্বর রোডের একটি টিনশেড বাসায় কয়েলের আগুনে দগ্ধ শিশু মোরসালিনের (২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুরে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মোরসালিন চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা গেছে। তার শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছিল।
তিনি আরও বলেন, তার বাবা সোহেল আইসিইউতে ভর্তি আছে। তার শরীরেরও ৮০ ভাগ দগ্ধ হয়েছে। মা লাবনী আক্তারের শরীরের ৩০ ভাগ দগ্ধ হয়েছে। লাবনী এইচডিইউতে চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুরে কয়েলের আগুনে দগ্ধ শিশুটি চিকিৎসাধীন মারা গেছে।
শুক্রবার (২৮ মে) দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে কয়েলের আগুনে দগ্ধ হন একই পরিবারের শিশুসহ তিন জন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।