গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৪ জন।
মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৪ জন, জামালপুরের ৩ জন, নেত্রকোনার ১ জন, টাঙ্গাইলের ২ জন এবং কিশোরগঞ্জের একজন রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা (৬৫), ত্রিশাল উপজেলার মো. আব্দুল কুদ্দুছ (৭০), তারাকান্দা উপজেলার ইলিয়াস আলী (৭০), জামালপুর সদরের আসমা (৭০), কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দিন (৬৮) এবং টাঙ্গাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা (৪০), বাজেদ আলী (৭৫), আনোয়ারা বেগম (৬৫), ফজিলা খাতুন (৬০), সকুরজান (৬০), নজরুল (৭০), গৌরীপুর উপজেলার আরিফ (১৬), ভালুকা উপজেলার জালাল (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার রোকন উদ্দিন (৬০), গফরগাঁও উপজেলার রেহেনা খাতুন (৭৫), নান্দাইল উপজেলার আমেনা (৬০), জামালপুর সদরের হযরত আলী (৭০), দেওয়ানগঞ্জ উপজেলার হেলেনা (৫০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নয়ন মিয়া (৪০) এবং টাঙ্গাইল সদরের মোসলেম উদ্দিন (৭০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৮০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬৮ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষায় আরও ৩১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.২১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৬ হাজার ৬৯১ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩০ জন।