 
																
								
                                    
									
                                 
							
							 
                    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে ৪ জন ময়মনসিংহের। নেত্রকোনা, শেরপুর ও গাজীপুরের একজন করে।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনার ৪ জন ও শেরপুরের ২ জন।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪২৯ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
এদিকে জেলায় ১ হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৪৩৩ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৫৫ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।