বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

যশোরের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নীরার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৮৩ পাঠক পড়েছে

যশোর সদরের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ বলেন, নুরজাহান ইসলাম নীরাকে  বেলা ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর যশোর সদর উপজেলার উপ-নির্বাচনে তিনি জয়ী হন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে হাতেখড়ি নীরা প্রায় ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছেন।

আপদমস্তক রাজনৈতিক নুরজাহান ইসলাম নীরা ২০১৯ সালে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার এক বছরের মাথায় ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।

১৯৯৩ সালে যশোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন নুরজাহান ইসলাম নীরা। ওই নির্বাচনে তিনি সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হন।

নূরজাহান ইসলাম নিরার বাবা মরহুম রফিউদ্দীন আহমেদ পাকিস্তান আমলে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।

নুরজাহান ইসলাম নীরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে পারিবারিক সহযোগিতায় ১৯৮১ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ওই সময় তিনি যশোর সরকারি মহিলা কলেজে লেখাপড়া করেন। দায়িত্ব পান কলেজ ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদকের। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৯৭ সালে তৃণমূল নেতাকর্মীদের ভোটে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসলে রাজপথে ছিলেন। এজন্য তাকে নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580