ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলার সহায়তা করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। মঙ্গলবার এই সহায়তা প্যাকেজ পাঠানোর অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়া তার প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ দীর্ঘ করার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক বার্তা দিয়েছে ওয়াশিংটন।
ইউক্রেনে অনুদান পাঠানোর প্যাকেজটি প্রতিরক্ষা, মানবিক ও অর্থনৈতিক তহবিল প্রতিনিধি পরিষদের ৩৬৮ সদস্যের মধ্যে ৫৭ ভোটে পাস হয়েছে। এ বিষয়ে দুই দলের নেতারা ইতোমধ্যে একটি চুক্তিতে পৌঁছেছেন এবং এটি সম্ভবত এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে সিনেটে পাস হবে।
প্রস্তাবে ভোটের আগে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্রেটিক সহকর্মিদের বলেছেন, অনুমোদিত এই প্যাকেজের মাধ্যমে ইউক্রেনের সাহসী জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে আছি। এক্ষেত্রে আমাদের অটল অবস্থা বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা প্রদান করে।’ এই প্যাকেজটি সিনেটে পাস হলে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার ও পরবর্তী মানবিক সংকট মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।