বিধি অনুযায়ী ২১৩ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে।
রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে আদেশ দেবে। তারপর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগ দেবেন। যোগ দেওয়ার তারিখ থেকে কর্মকর্তা উন্নীত পদের বেতন-ভাতা প্রাপ্য হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগে পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে।