ইউক্রেনে হামলা বন্ধ করতে তিন শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব শর্তের কথা জানিয়েছেন।
সোমবার যুদ্ধ বন্ধে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছিল। উভয় পক্ষই দ্রুত দ্বিতীয় দফা বৈঠকের ব্যাপারে ঐক্যমত হয়েছে। এর মাঝে রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার শর্তের কথা জানিয়ে দিয়েছেন।
রাশিয়ার বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ‘ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও বিচারের মুখোমুখি করা এবং এর নিরপেক্ষ মর্যাদা নিশ্চিত করাসহ রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থ নিঃশর্তভাবে বিবেচনায় নেওয়া হলেই যুদ্ধ বন্ধ সম্ভব বলে জানিয়েছেন পুতিন।’