রাজশাহীর গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।
রায়ে আরেক আসামির ১০ বছরের কারাদণ্ড, ৪ আসামির প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ আসামির প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ৩৩ আসামি হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এন্তাজুল হক বাবু জানান, মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে আরও ১৩ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
পিপি আরও জানান, এই মামলার ৩২ সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওইদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।