করোনা মহামারী পরিস্থিতিতে রবিবার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি চলবে বিচারকার্য।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি বিবেচনায় দেশে লকডাউন ঘোষণা করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে উচ্চ আদালতসহ অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকার্য চালু রাখা হয়। পর্যায়ক্রমে আদালত সংখ্যা বাড়ানো হয়।
করোনা সংক্রমণ মোকাবিলায় এখনো দেশে বিধিনিষেধ জারি আছে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল উপস্থিতিতেই রবিবার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে বিচারকার্য শুরু হচ্ছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামীকাল ২০ জুন সকাল সাড়ে ১০টা থেকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত ‘প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।