বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তারের ঘটনায় বন্দুক যুদ্ধে নিহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ পাঠক পড়েছে

রাঙ্গামাটির পার্বত্য জেলার দূর্গম বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা সড়কের ২ কিলোমিটার এলাকার রূপকারি ইউনিয়নের হরিনমারা ছড়া স্থানে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়েছে। এতে উভয় গ্রুপের ২সন্ত্রাসী নিহত ও ১জন আহত হয়েছে। এলাকার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে জে এস এস ও ইউপিডিএফ গণতন্ত্রের মধ্যে ঘটনা ঘটেছে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ওইদিন সেখানে বাঙ্গাল্যার চায়ের দোকানে বসে জেএসএস গ্রুপের মনিময় চাকমা চা পান করার সময় হঠাৎ করে প্রতিপক্ষ ইউপিডিএফ গনতন্ত্রগ্রুপের সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু হরে ।

এই সময়ে জেএসএস গ্রুপও পাল্টা গুলি বর্ষণ করা শুরু করে এতে উভয়গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুক যুদ্ধ হয়। এই সময়ে জেএসএস এর চাদাঁ কালেক্টর মনিময় চাকমা (৩৬) ও ইউপি ডিএফ গণতন্ত্র গ্রুপের কমান্ডার জানন চাকমা (৩৫) নিহত হয়েছে। এই সময়ে মুনু মিয়া পিতা মনসুর আলী নামে অপর ১ব্যাক্তির পায়ে গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছে ।

আহত ব্যাক্তিকে পুলিশ উদ্ধার করে বাঘাইছড়ি হাসপাতালে ভর্তি করিয়েছেন । পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাঘাইছড়ি হাসপাতালের ডাক্তার মাহাবুব আলম আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানান ।

এব্যাপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সঙ্গে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন বর্তমানে এলাকা শান্ত রয়েছে পুলিশ ও বিজিবি এলাকায় টহল দিচ্ছেন ।

এদিকে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান। ঐ ঘটনার পর এলাকায় পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে । একই সঙ্গে বিজিবি এলাকা টহল দিচ্ছেন বলে ও তিনি জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580