রাজধানীর দক্ষিণখান সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে মো. আজহারুল (৪০) নামে এক গার্মেন্টস কর্মীর অর্ধগলিত ৭ টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৬৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে মরদেহের টুকরা অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার থেকে আজহারুল নিখোঁজ ছিলেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একপর্যায়ে খবর পেয়ে মসজিদের ইমাম আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আজহারুলের মরদেহ কেটে সাত টুকরা করে সেপটিক ট্যাংকের মধ্যে রাখা হয়েছে।
নারীঘটিত ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পলিশ। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর হক মিয়া বলেন, মসজিদের ইমাম আব্দুর রহমান ও আজাহারের মধ্যে আগে থেকেই ভালো যোগাযোগ ছিল। শুক্রবার থেকে আজহারুল নিখোঁজ হলে স্বজনরা র্যাবে অভিযোগ দেন। র্যাব একটি সোর্সের মাধ্যমে খবর পায়, ইমাম আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে আজহারুলের সন্ধান মিলবে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তখন ইমাম স্বীকার করেন, আজহারুলকে সাত টুকরা করে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে সিমেন্ট ঢালাই করে দেওয়া হয়েছে। ইমামের তথ্যমতে ভোরে সেপটিক ট্যাংক থেকে তার টুকরা মরদেহ উদ্ধার শুরু করে পুলিশ। একে একে তার শরীরের বিভিন্ন টুকরা অংশ বের করে আনা হয়।
তিনি বলেন, মসজিদের ইমাম আব্দুর রহমান ৩০ বছর ধরে এই এলাকায় ইমামতির দায়িত্ব পালন করছেন। তাকে সোমবার রাতে আটক করে র্যাব হেফাজতে নেওয়া হয়। তার দেওয়া তথ্যমতে, তিন দিন আগে আজাহারুলকে হত্যা করা হয়। এতে আর কেউ জড়িত কি-না তদন্ত চলছে।