রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে ১০টি ভবনের মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।
রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন আটটি জোনে চারটি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।
এ সময় বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছয়টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারটি ভবনের মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।