প্রান্তিক হাটের সস্তা সবজি রাজধানীর কাঁচাবাজারে বিক্রি হচ্ছে চড়াদামে। ঈদের পরদিন শনিবার (১৫ মে) বাজার ক্রেতাশূন্য হলেও বিক্রেতারা বলছেন, প্রায় সব মাছের দামই বাড়তি। তবে, কিছুটা পড়তির দিকে ইলিশের দর।
ঈদের ছুটি শেষ হয়নি। তাই শনিবারও ফাঁকা রাজধানীর কাঁচাবাজার। যে কয়টি দোকান খোলা সেখানেও নেই অন্যদিনের মতো ব্যস্ততা।
অল্প সংখ্যক ক্রেতা উপস্থিতিতেই বাড়তি দামে চলছে বেচাকেনা। একদিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। তবে রোজার পর দাম পড়েছে বেগুনের বলে জানান ক্রেতাও বিক্রেতারা।
মাছবাজারেও নেই নিত্যদিনের হাঁকডাক। তবুও সরবরাহ কমের যুক্তিতে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়িয়ে মাছ বিক্রি করছেন বিক্রেতারা। তবে কমেছে ইলিশের দাম।
রাজধানীর কারওয়ান বাজারে ঈদের পরদিন কমতির দিকে দেশি সোনালি ব্রয়লার মুরগির দাম। তেমন একটা ক্রেতা নেই গরু ও খাসির মাংসের দোকানেও।