গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন এবং চুয়াডাঙ্গার একজন।
মৃতদের মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে রামেক হাসপাতাল করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৩৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি ৪৫৯জন।
এরমধ্যে রাজশাহীর ৩০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫১ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ৩৭ জন, পাবনার ২৪ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুইজন, দিনাজপুরের দুইজন ও ঢাকার একজন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা পজিটিভ আসে। এ হিসেবে রাজশাহীতে শনাক্ত হার ৩৬ দশমিক ৯২ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ১৩৭টি নমুনা পরীক্ষায় ২৩ জনের পজিটিভ আসে। এক্ষেত্রে শনাক্ত হার ১৬ দশমিক ৭৯ শতাংশ। নওগাঁয় ৪২টি নমুনায় ১৬ জনের পজিটিভ আসে, যার শনাক্ত হার ৩৮ দশমিক নয় শতাংশ।