রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন করোনা আক্রান্ত ছিলো এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন,চাঁপাইনবাবগঞ্জের ছয়জন এবং নাটোরের একজন রয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে ২৭১ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৯৭ জন। আইসিইউতে আছেন ১৮ জন।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ছিলো ৩৮.৮৩ শতাংশ। সংক্রমণের উর্ধ্বমুখী হওয়ায় আজ বিকেল ৫টা থেকে ১৭ই জুন পর্যন্ত রাজশাহী মহানগরে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
লকডাউনের সময় জরুরি পণ্য, আম পরিবহণ এবং জরুরি সেবা ছাড়া সব পরিবহণ ও রেল চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট ও গণজমায়েত। বৃহস্পতিবার রাতে জেলা সার্কিট হাউজে জরুরি সভায় এ ঘোষণা দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির।