রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, রোজাদারদের কথা বিবেচনা করেই বিকেল পাঁচটা থেকে সময় বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
তবে ব্যবসায়ী ও ক্রেতাদেরকে সরকারের বেধে দেওয়া শর্ত মেনেই বেচাকেনার কাজ করতে হবে বলে জানান তারা।
রবিবার সন্ধ্যায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গনামধ্যমকে এতথ্য জানান। এ ব্যাপারে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দন বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।
এর আগে চলমান বিধিনিষেধের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসেবে আজ দোকানপাট ও শপিংমল খোলা হয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা জানিয়েছে ডিএমপি।