রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম আল মামুন (২৭)।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আল মামুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার গোয়াল পাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল হাকিম।
রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কামরুজ্জামান জানান, পূর্ব রামপুরার ২৬৯/১ নম্বর বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বাসার মালিক ও আশেপাশের লোকজন থেকে জানতে পারি, ওই বাসায় তিন বন্ধুকে নিয়ে ভাড়া থাকতেন আল মামুন। ঈদের ছুটিতে তিন বন্ধু গ্রামের বাড়ি গেলেও মামুন একা একা বাসায় ছিলেন। তবে কী কারণে ভিকটিম ফাঁসি দিয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।