খুলনায় র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত পরিচালনায় ভুল চিকিৎসা প্রদান করার দায়ে ১ জন ভুয়া ডাক্তার’কে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং তার ২জন সহযোগী’কে ২০,০০০/- টাকা জরিমানা প্রদান করেছে। র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় ২৫ আগস্ট সকাল ১০টায় খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী কর্ণপুর ষ্টেশন মোড় এলাকায় আরাফাত হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
এসময় রোগীর ভুল চিকিৎসা করার দায়ে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(২) ধারা মোতাবেক (ভূয়া ডাক্তার) রামনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে ডাঃ মোঃ কামরুজ্জামান(৩৯) কে ১(এক)বছর ১০(দশ)মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১(এক)লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়াও সংক্রামক রোগ নিরোধ আইন ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী তার ২জন সহযোগী নৈহাটি গ্রামের সরোয়ার এর ছেলে আব্দুর রহমান(৩৪), মৃত :ওয়াহেদ মোড়ল এর ছেলে মোঃ আলম মোড়ল(৫২)কে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি ২জন মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-২০৪/২১ ২০৫/২১ এবং ২০৬/২১ তারিখ ২৫/০৮/২০২১। গ্রেফতারকৃত (ভূয়া ডাক্তার) ডাঃ মোঃ কামরুজ্জামান কে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।