ভুয়া কাগজের মাধ্যমে ঋণ সৃজন করে সাড়ে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- রূপালী ব্যাংকের সাতক্ষীরার বুধহাটা বাজার শাখার সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার (সাময়িক বরখাস্ত) গোলাম মোস্তফা এবং সাতক্ষীরা কর্পোরেট শাখার অফিসার শেখ আরিফুর রহমান।
বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের গণমাধ্যম দপ্তর নিশ্চিত করেছে।
২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে আত্মসাতের ঘটনাটি ঘটে। সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ শিগগিরই মামলার এজাহার দাখিল করবেন বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জাল রেকর্ডপত্র তৈরি করে সাতক্ষীরার ১৫ জন গ্রাহকের নামে ৭৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ মঞ্জুর করেন। পরে সেই ঋণের টাকা বিভিন্ন গ্রাহকের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করে ঋণের সব অর্থ উত্তোলন এবং আত্মসাৎ করেন। অভিযোগ উত্থাপিত হওয়ার পর আসামিরা টাকার মধ্যে সুদ-আসল বাবদ ৪৩ লাখ ৯২ হাজার ৭৫৫ টাকা ব্যাংকে জমা দেন তারা। বাকি টাকা এখনও পাওনা রয়েছে।
দুদক জানায়, অপরাধ সংগঠিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে পুরো টাকা আত্মসাতের অভিযোগ এনে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭-ক/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে।