শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

রোগীর চাপ সামলাতে আরও ১০০ শয্যা বাড়লো সোহরাওয়ার্দী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৪২ পাঠক পড়েছে

দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে শনিবার আরও ১০০ শয্যা বাড়ানো হয়েছে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, করোনা রোগীদের জন্য এতদিন ৪০০ শয্যা থাকলেও আজ ১০০টি শয্যা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, প্রথমদিকে হাসপাতালে করোনা রোগীদের জন্য ৩০০ শয্যা ছিল। এরপর ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ শয্যা করা হয়। আজ আরও ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ থেকে ৫০০ শয্যা করা হয়েছে।

হাসপাতালের পরিচালক বলেন, বর্তমানে ৩৩০ জন রোগী ভর্তি আছেন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কোনো শয্যা খালি নেই।

সরেজমিনে দেখা যায়, নতুন করে অনেক রোগী আসছেন। কেউ করোনা পরীক্ষা করতে আর কেউ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার (২৪ জুলাই) ২১১ জন করোনা রোগী ভর্তি ছিল। আজ (শনিবার) ৩৩০ জন করোনা রোগী ভর্তি আছেন।

রাজধানীর আদাবর থেকে হাসান তার বাবাকে নিয়ে এ হাসপাতালে এসেছেন। তিনি বলেন, বাবার করোনার লক্ষণ রয়েছে। তাই টেস্ট করাতে এনেছি।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৩০ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৩ হাজার ৮৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে। আর আক্রান্ত হয়ে সারা দেশে ২১২ জনের মৃত্যু হয়। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে।

এর আগে, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭, রোববার ২২৮ ও শনিবার ১৯৫ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৮ হাজার ৫৬৮ জনের। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৪৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580