ইতালিয়ান সিরি আ’য় স্পেৎজিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। একটি করে গোল করেছেন আলভারো মোরাতা, ফেদ্রিকো চিয়েজা ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
৬২তম মিনিটে ফেদ্রিকো বের্নার্দেস্কির বাড়ানো বলে গোল তুলে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা।
৭১তম মিনিটের মাথায় গোল আদায় করেন চিয়েজা। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে কাউন্টার অ্যাটাকে গোল তুলেন রোনালদো। রদ্রিগো বেন্টচুরের পাসে গোল নিশ্চিত করেন এই পর্তুগীজ মহাতারকা।
এই গোলে টানা ১২ মৌসুমে ২০ এর অধিক গোল করার রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।
শেষ দিকে পেনাল্টি পেয়েও গোল মিস করেন স্পেৎজিয়ার আন্দ্রে গালাবিনোভ। জুভেন্টাস গোলরক্ষক বয়েচেক সেজনি রুখে দেন বলটি।
এই জয়ে ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫২ পয়েন্ট তুলে দ্বিতীয় ও ৫৬ পয়েন্ট প্রথম স্থানে আছে ইন্টার মিলান।